বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মৌজায় শালরিভার বিল অবস্থিত। বিলটির আয়তন ১৬ একর। বর্ষা মৌসমে চারদিকে প্লাবিত হয়ে বিলটি বিশাল আকার ধারণ করে। চৈত্র মাসেও এই বিলে পানি খাকায় দেশী জাতের মাছ পোনা উৎপাদনের মাধ্যমে বংশ বৃদ্ধি করার সুযোগ পায়।
Share with :