বড় হযরতপুর মৌজায় গির্জাদহ বিলের পাশেই প্রায় ১৪ একর জমি নিয়ে মাছ চাষের উদ্দেশে তৈরি করা হয় নীল পুকুর। এই পুকুরের চার পাশে প্রশস্থ পাড়ের বৃক্ষ সাড়ি এবং পুকুরের জল মিশেমিশে এক নীল রঙের আবহ সৃষ্টি করেছে। বর্ষাকালে পানিতে টইটুম্বুর এ পুকুর অপরুপ সৌন্দর্যের সৃষ্টি করে। আর এখান থেকে গির্জাদহ বিলে জেলেদের মাঝ ধরার দৃশ্য ও চোখে পড়ে। শীতের সকাল ও বিকালে বিভিন্ন জাতের পাখিরও আনাগোনা বেড়ে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস