Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নীল পুকুর
স্থান
বড় হযরতপুর ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
মিঠাপুকুর হতে শঠিবাড়ী হয়ে ৬ কিলোমিটার পূর্ব দিকে এগুলেই নানকর বাজার, যেখানে বড়হযরতপুর ইউনিয়ন পরিষদ ভবন, আর ইউপি ভবন হতে ১ কিলোমিটার দক্ষিণ দিকে এগুলেই ছায়াঘেরা নীল পুকুর।
বিস্তারিত

বড় হযরতপুর মৌজায় গির্জাদহ বিলের পাশেই প্রায় ১৪ একর জমি নিয়ে মাছ চাষের উদ্দেশে তৈরি করা হয় নীল পুকুর। এই পুকুরের চার পাশে প্রশস্থ পাড়ের বৃক্ষ সাড়ি এবং পুকুরের জল মিশেমিশে এক নীল রঙের আবহ সৃষ্টি করেছে। বর্ষাকালে পানিতে টইটুম্বুর এ পুকুর অপরুপ সৌন্দর্যের সৃষ্টি করে। আর এখান থেকে গির্জাদহ বিলে জেলেদের মাঝ ধরার দৃশ্য ও চোখে পড়ে। শীতের সকাল ও বিকালে বিভিন্ন জাতের পাখিরও আনাগোনা বেড়ে যায়।